বিদ্যুৎ আমদানি : চার মাসে আদানির কাছে বকেয়া ২ হাজার কোটি টাকা

মুনা নিউজ ডেস্ক | ১৬ জুলাই ২০২৩ ২১:৩৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে গত চার মাসে ভারতের আদানি গ্রুপের বকেয়া জমেছে প্রায় ২ হাজার কোটি টাকা। মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে বিদ্যুৎ বিক্রি বাবদ এই অর্থ পাবে আদানি পাওয়ার। অর্থ বিভাগ থেকে ভর্তুকির টাকা ছাড় না করায় এ বিল দিতে পারছে না পিডিবি। 

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপ ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। চুক্তি অনুসারে কেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।

পরীক্ষামূলক উৎপাদন শুরুর আগেই এ বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা কয়লার যে দাম ধরেছিল তা নিয়ে আপত্তি তোলে পিডিবি। এ নিয়ে আদানির প্রতিনিধি দলের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। পরবর্তী সময়ে আদানি পাওয়ারের পক্ষ থেকে পিডিবিকে জানানো হয়, পায়রা ও রামপাল কেন্দ্রের চেয়ে তাদের বিদ্যুতের দাম কম হবে।

গত মার্চে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চালুর পর ৬ এপ্রিল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২৬ জুন। চাহিদা কম থাকায় এখন আদানি দিনে ৬০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করছে।

প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদনের সময়কালে জ্বালানির জন্য পিডিবিকে প্রথমে ১৭ মিলিয়ন ডলারের একটি বিল জমা দেয় আদানি। এরপর জুন পর্যন্ত আরও তিন দফা বিল দিয়েছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে চার মাসে প্রায় ২ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিক্রির বিল দিলেও আদানি এখনও কোনো অর্থ পায়নি পিডিবি থেকে। এখন পর্যন্ত দিনে গড়ে ৬০০ থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে পিডিবি। পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ আমদানি শুরু হলে আদানির বিলের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চুক্তির প্রাথমিক হিসাব অনুসারে ২৫ বছরে বাংলাদেশকে শুধু ক্যাপাসিটি চার্জ হিসেবে আদানিকে ৯৬ হাজার ২০০ কোটি টাকা দিতে হবে ।

গত ফেব্রুয়ারিতে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপরই পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারদরে ধস নামে। বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনীর সম্পদ ১২০ বিলিয়ন ডলার থেকে ৫০.৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

 

সূত্র : দৈনিক সমকাল



আপনার মূল্যবান মতামত দিন: