১১ দলীয় জোটে রূপ নিল জামায়াত: নতুন সঙ্গী বাংলাদেশ লেবার পার্টি

মুনা নিউজ ডেস্ক | ২৪ জানুয়ারী ২০২৬ ২১:০৭

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ ও প্রস্তুতির মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে নতুন করে যুক্ত হয়েছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর মধ্য দিয়ে জোটটি এখন ১১ দলীয় জোটে পরিণত হলো। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

ঐক্যবদ্ধ পথচলার অঙ্গীকার সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেন, একটি ইনসাফভিত্তিক ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তেই এই ঐক্য। অন্যদিকে, লেবার পার্টির চেয়ারম্যান ড. মুস্তাফিজুর রহমান ইরান জানান, জুলাই বিপ্লবের চেতনা ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা এই জোটের সাথে যুক্ত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার পর এই নতুন জোট নির্বাচনী মাঠে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

নির্বাচনী প্রেক্ষাপট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ২২ জানুয়ারি থেকে সারা দেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। ঠিক এই সময়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সম্প্রসারণ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করল।



আপনার মূল্যবান মতামত দিন: