সংগৃহীত
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, "আমরা কোনো বিভক্তি চাই না; অন্তত পাঁচটি বছরের জন্য আমাদের পরীক্ষা করে দেখুন।"
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত ১৭ বছর জামায়াতের নেতা-কর্মীদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এক সময় মজলুম ছিলেন কিন্তু বর্তমানে জুলুমকারী হয়ে উঠেছেন, জনগণ তাদের জন্য ‘লাল কার্ড’ নিয়ে অপেক্ষা করছে। এর আগে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় তিনি ঘোষণা করেন, ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র, স্বাধীন বিচার বিভাগ এবং রাষ্ট্র সংস্কারের শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। সফরসূচি অনুযায়ী, শনিবার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর শেষে আগামী রবিবার তিনি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা চালাবেন।
আপনার মূল্যবান মতামত দিন: