সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে পুনর্নির্মাণ করতে হলে দেশে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেকটা পিছিয়ে পড়েছে; এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
তিনি জোর দিয়ে বলেন, কেবল জাতীয় সংসদ নয়, বরং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ভোটাররা স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারলে তবেই স্থানীয় সমস্যার সমাধান সম্ভব। জনসভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভাষানটেক এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আশ্বাস দেন যে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবেন। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: