ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনাকে দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার “ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা” হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার ১২ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
ঘটনার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রের পক্ষের সবাইকে এ হামলার তীব্র প্রতিবাদ জানাতে হবে। তিনি অভিযোগ করেন, এর আগে বিএনপির আরেক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে—যা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার আয়োজনের অংশ। তারেকের মতে, একটি গোষ্ঠী প্রকাশ্যে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে এবং দেশের শান্তি–শৃঙ্খলা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। হাদির ওপর হামলা সেই চেষ্টারই প্রমাণ।
গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী ও দেশের সার্বভৌমত্বে আস্থাশীল সব রাজনৈতিক শক্তিকে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকতে নির্দেশ দেন এবং অপরাধীদের শনাক্তে প্রশাসন ও তদন্তকারীদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেই দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: