তারেক রহমানকে ‘বিশেষ’ নিরাপত্তা দিতে সরকার প্রস্তুত

মুনা নিউজ ডেস্ক | ২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫

ফাইল ছবি ফাইল ছবি

বাংলাদেশে কারো নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে। কারো যদি বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় সেটি দেয়ার জন্যও মন্ত্রণালয় প্রস্তুত আছে।’

এছাড়া বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে বলেও জানান উপদেষ্টা।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে। তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে।

বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমাদের যতটা, প্রয়োজন অতটা কিনবো।

প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কী হাতিয়ার আছে...জানানো যায় না।

গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন: