বেগম জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের বৈঠক

মুনা নিউজ ডেস্ক | ১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসেছে। বিশেষজ্ঞরা সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

তিনি জানান, চীনের এ দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা-করণীয় নির্ধারণে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছে।

তিনি বলেন, ‘চিকিৎসার জন্য কী কী জরুরি, কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে- এসব বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে।’

এর আগে বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদ্‌রোগসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: