ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরের ‘ফ্যাসিবাদী শাসনে’ দেশে গণমাধ্যমকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তার অভিযোগ—শেখ হাসিনা মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলে তিনি বলেন, পুরো জাতি এখন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরতে চায়। গণতন্ত্রে বহু মত ও ভিন্নমত থাকবে, কিন্তু বর্তমানে ভিন্নমত গ্রহণের কোনো পরিবেশ নেই।
তিনি জানান, বেগম খালেদা জিয়া অসুস্থ এবং সিসিইউতে চিকিৎসাধীন। তার রোগমুক্তির জন্য সবার দোয়া চান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য ও নির্ভীক সাংবাদিকতা করা। কোনো দলের লেজুরবৃত্তি শুধু সাংবাদিকতার ক্ষতি করে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বহীনতার কারণে নতুন সংকট তৈরি করছে, যেখানে ব্যক্তিগত মতপ্রকাশের নামে নৈরাজ্য ছড়াচ্ছে—যা গণতন্ত্রের অগ্রগতিকে ব্যাহত করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী।
আপনার মূল্যবান মতামত দিন: