11/22/2025 হজযাত্রীদের জন্য প্রথমবারের মত চালু হল শীতল ইহরাম
মুনা নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫ ১৯:৪৫
হজ ও ওমরাহ সবসময়ই শারীরিক ভ্রমণের চেয়ে অনেক বেশি কিছু। এটি ভক্তি, আশা এবং ধৈর্যের আবেগপূর্ণ অংশ। প্রতি বছর লাখ লাখ মানুষ আধ্যাত্মিক স্বপ্ন নিয়ে সৌদি আরব ভ্রমণে যান, যাদের অনেকেই তীব্র তাপ মোকাবিলা করার চ্যালেঞ্জও বহন করেন।
এই বছর সৌদি আরব সেই চ্যালেঞ্জ কমাতে একটি অর্থপূর্ণ উদ্ভাবন চালু করেছে। তাপ প্রতিফলিত এবং শীতলকারী উপকরণ দিয়ে তৈরি 'কুলিং ইহরাম' বা 'শীতল ইহরাম'।
পবিত্র অনুষ্ঠানজুড়ে হজযাত্রীদের নিরাপদ এবং আরও আরামদায়ক থাকতে সাহায্য করার জন্য পোশাকটি ডিজাইন করা হয়েছে।
শীতল ইহরাম কী?
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শীতল ইহরাম দেখতে হুবহু ঐতিহ্যবাহী ইহরামের মতো। এটি সাদা এবং দেহকে শালীন রাখে। নতুনত্বটি কেবল কাপড়ের মধ্যে নিহিত।
পোশাকটি এমন উন্নত উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা সূর্যালোক প্রতিফলিত করে। সেই সঙ্গে বায়ুপ্রবাহ বেশ ভালো দেয় এবং দীর্ঘ সময় বাইরে থাকার সময় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
শুধু তাই নোয়, ঘামের সংস্পর্শে এলে এই পোশাকটি দ্রুত শুকিয়ে যায়। এর ফলে হজযাত্রীদের সতেজতা বজায় থাকে এবং প্রখর রোদের নিচে সাধারণত ভার কমায় বা আঠালো ভাব কম দেখা দেয়। এসব মিলিয়ে পোশাকটি ত্বকে তাপের অনুভূতি কমাতে সাহায্য করতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.