11/22/2025 শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প ও মামদানির বৈঠক
মুনা নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫ ১৯:৩৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। হোয়াইট হাউসে এই বৈঠকটি হতে যাচ্ছে রিপাবলিকান কোনো নেতার সঙ্গে মামদানির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প জানান, মামদানিই বৈঠকের অনুরোধ করেছেন। অপরদিকে এক বিবৃতিতে মামদানিও বৈঠকের কথা নিশ্চিত করেছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিউইয়র্কবাসীর উদ্বেগ নিয়ে কথা বলার জন্য তাঁর ব্যক্তিগত দলই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল।
মেয়র নির্বাচনের সময় মামদানির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট। ভোটারদের মামদানিকে ভোট না দিতেও আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজ দলের প্রার্থী কার্টিস স্লিওয়ার বদলে প্রত্যক্ষ সমর্থন দিয়েছিলেন সতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে।
মামদানি বলেন, ‘আমি শুধু প্রেসিডেন্টের সঙ্গে সোজাসাপ্টা কথা বলতে চাই। তাঁকে বলতে চাই, সত্যিকার অর্থে নিউইয়র্কবাসীর পাশে দাঁড়ানোর মানে কী এবং কীভাবে নিউইয়র্কবাসী এই শহরে টিকে থাকার জন্য লড়াই করছে।’
গণতান্ত্রিক সমাজতন্ত্রী পরিচয় দেওয়া মামদানি মেয়র হলে নিউইয়র্কের জন্য বাড়তি ফেডারেল অর্থ ছাড় না দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বেশ কয়েকবার বলেছেন, তাঁর (মামদানি) জয় নিউইয়র্কের জন্য বিপর্যয় ডেকে আনবে।
প্রকাশ্যে এমন বললেও ট্রাম্প ঘনিষ্ঠ দুজন নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ব্যক্তিগত আলাপে প্রেসিডেন্ট মামদানিকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। তাঁকে বিচক্ষণ ও ভালো বক্তা হিসেবেও উল্লেখ করেছিলেন। গত রোববার ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেন, বৈঠক করতে তাঁর কোনো সমস্যা নেই। তিনি চান নিউইয়র্কবাসীর জন্য ভালো কিছু হোক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.