11/22/2025 ভারতকে এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরির রঞ্জাম সরবরাহে প্রস্তুত রাশিয়া
মুনা নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫ ১৯:২৯
ভারতকে এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর জন্য যেকোনো প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটি। ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর সামনে রেখে এ প্রস্তাবনা দুই দেশের প্রতিরক্ষা আলোচনায় নতুন গতি এনেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সামরিক প্রস্তাব হিসেবে দেখছেন।
মস্কো থেকে ফিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে একাধিক বৈঠকের পর এ প্রস্তাব এসেছে। দুই দেশের কৌশলগত আলোচনা চলাকালে নয়া দিল্লিতে পুতিনের উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। তারা ভবিষ্যতের সহযোগিতার বিষয়গুলো সমন্বয় করেছেন।
রাশিয়া জানিয়েছে, প্রথমে তারা নিজেদের তৈরি এসইউ-৫৭ সরবরাহ করবে। এরপর ভারতেই সম্পূর্ণ উৎপাদনের ব্যবস্থা করা হবে। এছাড়া একই সঙ্গে সম্পূর্ণরূপে প্রযুক্তিও হস্তান্তর হবে।
রোসোবোরোনএক্সপোর্টের কর্মকর্তা বলেন, চুক্তির মাধ্যমে ইঞ্জিন, সেন্সর, গোপন উপাদান ও এভিওনিকসসহ পুরো প্রযুক্তি ভারতের জন্য উন্মুক্ত হবে।
তিনি আরো জানান, ইঞ্জিন, সেন্সর, গোপন সরঞ্জাম, এভিওনিকসসহ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উৎপাদনের পুরো ব্যবস্থাই ভারতের জন্য উন্মুক্ত করার কথা ভাবছে রাশিয়া। এমনকি তারা ভারতের সঙ্গে পঞ্চম প্রজন্মের ইঞ্জিন প্রযুক্তি, অপটিক্স, এআইএসএ রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত অস্ত্রব্যবস্থার অভিজ্ঞতা ভাগাভাগি করতেও প্রস্তুত। এটি বাস্তবায়িত হলে ভারত এমন সক্ষমতা পাবে, যা পশ্চিমা দেশগুলো কখনোই অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করতে রাজি হয়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.