11/22/2025 যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনায় কিয়েভ ভূখণ্ড ছাড়ের প্রস্তাব
মুনা নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫ ১৮:০৮
ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন গোপন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র, যেখানে কিয়েভকে তাদের ভূখণ্ড ছাড় দিতে হবে। কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই প্রস্তাবে একই সঙ্গে ইউক্রেনকে তাদের সামরিক সক্ষমতা হ্রাসের শর্তও দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব মেনে নিতেই হবে, তাঁকে তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।
খসড়া এই প্রস্তাবের বিষয়ে জানা আছে, এমন সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম গতকাল বুধবার আরও বলেছে, রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এই খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে।
যদিও রাশিয়া নতুন কোনো শান্তি পরিকল্পনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
ফিন্যান্সিয়াল টাইমস নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, খসড়া প্রস্তাবটি মোটামুটি রাশিয়ার পক্ষেই যাচ্ছে, এটি [রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির] পুতিনের জন্য খুবই সুবিধাজনক হবে।
ওই প্রস্তাবের বিষয়ে জানা আছে, এমন ইউক্রেনীয় কর্মকর্তারা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, এই যুদ্ধ অবসানের জন্য রাশিয়া যেসব দাবি রেখেছে, নতুন পরিকল্পনায় সেগুলো খুবই কাছ থেকে অনুসরণ করা হয়েছে। বড় পরিবর্তন ছাড়া কিয়েভের পক্ষে এর শর্তগুলো নিয়ে আলোচনা শুরু করাই সম্ভব নয়।
ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছরব্যাপী যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘রক্তপাত বন্ধ করা ও স্থায়ী শান্তি অর্জন করতে হলে আমাদের মূল কাজ হবে—সব অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ করা, যেন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব কার্যকর, শক্তিশালী থাকে।’
ওই প্রস্তাবের বিষয়ে জানা আছে, এমন দুজনের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এ সপ্তাহে ফ্লোরিডার মিয়ামিতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ওই বৈঠকে ২৮ দফার পরিকল্পনাটি তুলে ধরেছেন।
প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনকে দনবাসের পূর্বাঞ্চলের বাকি অংশ ছাড়তে হবে, যার মধ্যে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চলও রয়েছে। এ ছাড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার অর্ধেকটা কমাতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সও সূত্রের বরাত দিয়ে বলেছে, নতুন প্রস্তাবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত আছে।
ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, খসড়া প্রস্তাবে কিয়েভকে নির্দিষ্ট কিছু ধরনের অস্ত্র ত্যাগ করার কথাও বলা হয়েছে। এ ছাড়া ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ফিরবে।
খসড়া পরিকল্পনায় রুশ ভাষাকে ইউক্রেনে সরকারি একটি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকেও সরকারি মর্যাদা দেওয়াসহ আরও বেশ কিছু শর্ত রাখা হয়েছে।
রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত আছে। তবে ইউক্রেনে সংঘাত শেষ করা নিয়ে সম্ভাব্য শান্তি প্রস্তাব ঘোষণা করার মতো নতুন কোনো উন্নতি নেই।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.