11/22/2024 আরও ৩৯৫ হাজি ফিরলেন
মুনা নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৩ ১৮:১৫
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরছেন হাজিরা। মঙ্গলবার আরও ৩৯৫ জন দেশে এসেছেন। বেলা আড়াইটায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁরা পৌঁছেন।
এর আগে রোববার থেকে চার দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি ও ফ্লাই নাস এয়ারলাইনসের মোট ২২টি ফ্লাইটে দেশে ফেরেন ৭ হাজার ৯২৯ হাজি। এ তথ্য জানিয়েছে বিমানবন্দর হজ কন্ট্রোল সার্ভিস।
জানা গেছে, চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ২২১ জন। হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৬০ জন। তাঁদের মধ্যে পুরুষ ৪৭ ও নারী ১৩ জন।
এদিকে সোমবার সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৮ হাজি ঢাকায় পৌঁছেন।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, একের পর এক হজ ফ্লাইট আসছে। বিমানবন্দরে হাজিদের জন্য আগে থেকেই মজুত রাখা হয় সৌদি আরবের পবিত্র জমজম কূপের পানি। ফ্লাইট থেকে নামার পর লাগেজ নিয়ে বের হওয়ার সময় বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেটের সামনে হাজিদের পাঁচ লিটারের জমজম কূপের পানিভর্তি একটি করে বোতল দেওয়া হচ্ছে।
বিমানবন্দরে হাজিদের মাঝে জমজম কূপের পানি বিতরণ করছেন বিমান, সৌদি ও ফ্লাই নাস এয়ারলাইনসের প্রতিনিধিরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.