11/19/2025 মেক্সিকোতে সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫ ২১:১৬
সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি জানিয়েছিল, মেক্সিকোতে যেকোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমটি হোয়াইট হাউসের ভূ-অভিযানের প্রস্তুতির কথাও জানিয়েছিলেন। সোমবার সেই দাবিতে সিলমোহর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ সংস্থা রয়টার্স এবং টিভি নেটওয়ার্ক এনবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট সম্ভাব্য হামলার খসড়াও প্রস্তুত করে ফেলেছেন। ট্রাম্পের চাওয়া লাতিন অঞ্চলে মাদকের বিরুদ্ধে চলা ‘যুদ্ধে’ মেক্সিকোকেও রাখতে। তার এমন ঘোষণার পর ব্যাপক সমালোচনা হচ্ছে দুদেশে।
সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প প্রশ্ন রেখে বলেন, ‘মাদক বন্ধ করতে আমি কি মেক্সিকোতে হামলা চালাতে পারি?’ পরে নিজেই দেন উত্তর, ‘আমার মনে হয় চালাতেই পারি। মেক্সিকোর সঙ্গে কথা বলেছি। তারা জানে আমি কী চাই।’
ট্রাম্প এসময় বলেন, ‘আমরা মাদকে হাজারো মানুষের জীবন হারাচ্ছি। পানিপথ বন্ধ করেছি। কিন্তু আমরা প্রতিটি রুট জানি।’ সপ্তাহখানেক আগেও ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছিলেন, ‘সবগুলো মাদকের রুট জানি। প্রতিটি ড্রাগ লর্ডের ঠিকানা জানি। তাদের বাড়ির সামনের দরজা পর্যন্ত জানি। সবার সম্পর্কে সবকিছুই জানি।’
ট্রাম্প বা যুক্তরাষ্ট্র যে হামলা চালাবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু কবে, কখন এবং কিভাবে হামলা চালাবেন, তা জানা নেই। ট্রাম্পও খোলাসা করেননি কিছু। তবে এনবিসি জানিয়েছে, অভিযানে মেক্সিকোর মাদক ল্যাব ও কার্টেল সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলার ওপর জোর দেবে যুক্তরাষ্ট্র।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সম্ভাব্য হামলার ইস্যুতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তার দেশের ভূখণ্ডে এমন কোনও হামলার তিনি ‘কঠোর বিরোধিতা’ করবেন।
কাতারভিত্তিক গণমাধ্যম অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকা-বিষয়ক সহযোগী অধ্যাপক জেফ গারম্যানি বলেছেন, মেক্সিকো সিটির এই আপত্তি হয়তো গুরুত্ব না-ও পেতে পারে। তবে আইনি কিছু বাধা সামনে আসতে পারে যুক্তরাষ্ট্রের সামনে।
গারম্যানি বলেন, মেক্সিকোতে হামলা বাস্তবে খুব বেশি ফল নাও দিতে পারে। কারণ হিসেবে তিনি জানান, মেক্সিকোর মাদক কার্টেলগুলো অত্যন্ত শক্তিশালী। মেক্সিকো সরকারও গত ২০ বছর ধরে ঘোষিত ‘মাদক-বিরোধী যুদ্ধে’–দীর্ঘ, রক্তক্ষয়ী সংঘাতে জড়িত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.