11/19/2025 ৪০ বিমানবন্দরে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল ফেডারেল এভিয়েশন
মুনা নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫ ২০:২২
শাটডাউনের জেরে ৪০ বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে কর্তৃপক্ষ। আবারও স্বাভাবিক হতে যাচ্ছে এয়ারপোর্টগুলোর বিমান চলাচল।
এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এতে, সরকারি শাটডাউনের সময় আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
এর আগে, দেশজুড়ে চলা ৪৩ দিনের শাটডাউনের জেরে ৪০ বিমানবন্দরে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যেখানে ১০ শতাংশ পর্যন্ত বিমান চলাচল কমানোর নির্দেশ দেয়া হয়।
এতে, গড়ে প্রতিদিন চার হাজার ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়। বিলম্বিত হয় ১০ হাজারেরও বেশি ফ্লাইট। বাতিল হয় প্রায় তিন হাজার ফ্লাইট। শাটডাউনের জেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ঠিকমতো বেতন না পাওয়ায় কম হয়ে পড়ে কর্মীদের উপস্থিতি। তাই বাধ্য হয়ে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছিলো কর্তৃপক্ষ।
রোববার এসব ফ্লাইট বাতিল করা হয়। এরইমধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা চলমান অচলাবস্থা নিয়ে অস্থায়ী এক চুক্তিতে পৌঁছান। অর্থ বরাদ্দ বিল নিয়ে টানাপোড়েনের ফলে ৪০ দিন ধরে স্থবির হয়ে আছে সরকারি কার্যক্রম।
এর আগে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মবিরতির ঘটনায় বিমান চলাচল নিয়ন্ত্রণে আংশিক সীমাবদ্ধতা আরোপ করে। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার—যাদেরকে সরকারি নিয়মে ‘অপরিহার্য কর্মী’ হিসেবে ধরা হয়—১ অক্টোবর থেকে বেতন ছাড়া কাজ করে আসছেন।
সরকারের অচলাবস্থা অবসানে ভোট দিয়েছে সিনেটরা। সরকার অচলাবস্থা (শাটডাউন) সমাপ্তির লক্ষ্যে একটি অস্থায়ী অর্থায়ন বিল (স্টপগ্যাপ ফান্ডিং প্যাকেজ) এগিয়ে নেয়ার পক্ষে ভোট দেয়া হয়। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সরকার অচলাবস্থা শেষ করার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রোববার অনুষ্ঠিত ভোটে আটজন ডেমোক্রেট দলীয় অবস্থান থেকে সরে গিয়ে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলের পক্ষে ভোট দেন। এই বিল অনুযায়ী, আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত সরকার পুনরায় চালু থাকবে। পাশাপাশি খাদ্য সহায়তা ও আইনসভা শাখাসহ সরকারের কিছু অংশে আগামী এক বছরের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।
বে ডেমোক্র্যাটদের অন্যতম প্রধান দাবি—‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (এসিএ)-এর অধীনে স্বাস্থ্যবীমা ভর্তুকি—এই চুক্তিতে অব্যাহত রাখার নিশ্চয়তা দেয়া হয়নি। বরং রিপাবলিকান ও মধ্যপন্থী ডেমোক্র্যাটদের মধ্যে হওয়া এই সমঝোতায় বলা হয়েছে, বিষয়টি নিয়ে আগামী ডিসেম্বর মাসে আলাদা ভোট হবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভোটটি ৬০–৪০ ব্যবধানে পাস হয়। এটি আসলে একটি ক্লোচার ভোট—যার মাধ্যমে সিনেট সিদ্ধান্ত নেয় যে আলোচনাটি চালিয়ে যাওয়া হবে এবং শাটডাউন শেষ করতে প্রয়োজনীয় বিলগুলো পেশ ও অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।
এই ভোটে ৬০ শতাংশ সমর্থন পাওয়া মানে পরবর্তী সব ভোট সহজ সংখ্যাগরিষ্ঠতায় (সাধারণ সংখ্যাগরিষ্ঠ) পাস করা যাবে। তাই এখন সিনেটে বিলটি পাস হওয়া অনেকটাই সহজ হয়ে গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.