11/19/2025 মদিনার কাছে ডিজেল ট্যাঙ্কারের সাথে ওমরাহ বাসের সংঘর্ষ, কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর আশঙ্কা
মুনা নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫ ১৯:৩২
সৌদি আরবের মদিনার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, নিহতদের মধ্যে প্রায় ৪২ জনই ভারতীয় নাগরিক।
যাত্রীবাহী বাসটি ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মক্কা থেকে ফিরে মদিনার উদ্দেশে যাত্রা করেছিল। মুফরিহাত এলাকার কাছে পৌঁছালে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ ঘটে। বাসের অধিকাংশ যাত্রীই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের বাসিন্দা।
গালফ নিউজের খবর অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে বাসটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে গেলে তাদের পক্ষে বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত তথ্য যাচাই করছে। তবে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মৃতদেহ শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে তেলেঙ্গানা সরকার। দিল্লিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.