11/17/2025 এখনো নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র, সাবেক ফার্স্ট লেডির কটাক্ষ
মুনা নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫ ১৯:০৪
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়। এর উদাহরণ হিসেবে তিনি গত নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের কথা উল্লেখ করেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে মিশেল ওবামাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্টের জন্য কি যথেষ্ট ক্ষেত্র তৈরি হয়েছে? জবাবে সাবেক এই ফার্স্ট লেডি বলেন, ‘গত নির্বাচনেই আমরা এর উদাহরণ দেখেছি। দুঃখজনক হলেও, আমরা প্রস্তুত নই।’
মিশেল ওবামা আরও বলেন, কখনো ভাববেন না, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবো। কারণ, আপনারা মিথ্যা বলেছেন। নারী নেতৃত্বের জন্য আমাদের আরও পরিণত হতে হবে। এখনো অনেক পুরুষ মনে করে না যে, তারা নারী নেতৃত্ব মেনে নিতে পারবে।
গত শুক্রবার নিউইয়র্কের ব্রুকলিনে ‘দ্য লুক’ নামে মিশেল ওবামার একটি বইয়ের প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নারী নেতৃত্ব নিয়ে মিশেলকে প্রশ্ন করেন মার্কিন অভিনেত্রী এলিস রস।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ডেমোক্র্যাট সমর্থকের কাছে মিশেল ওবামা বেশ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে মিশেলকে তারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখার প্রত্যাশা করছেন। তবে সাবেক এই ফার্স্ট লেডি তা বরাবরই অস্বীকার করেছেন। ২০১৬ সালে ফার্স্ট লেডি থাকা অবস্থায়ও বলেছিলেন, তিনি কখনো প্রেসিডেন্ট প্রার্থী হবেন না।
গত নির্বাচনে কমলা হ্যারিসের প্রচারণায় অংশ নিয়েছিলেন বারাক ওবামা। সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। গত মাসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কমলা হ্যারিস। সেখানে তিনি বলেছিলেন, তিনি এখনো রাজনীতি থেকে হারিয়ে যাননি। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৮ সালে। হ্যারিস বলেছিলেন, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিশ্বাস করেন, হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.