11/12/2025 হাসপাতালে প্রবেশের জন্য মহিলাদের বোরকা পরার নির্দেশ দিল তালেবান
মুনা নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৫ ১৮:২৩
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারীদের জন্য নতুন করে কঠোর পোশাকবিধি জারি করেছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, এখন থেকে চিকিৎসা নিতে আসা নারী রোগী, তাদের অভিভাবক বা হাসপাতালের কর্মী বোরকা না পরলে কোনো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এমএসএফ জানিয়েছে, হেরাত শহরের জনস্বাস্থ্য কেন্দ্রগুলোতে বোরকা বাধ্যতামূলক করার নতুন নির্দেশনা গত ৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর প্রথম কয়েক দিনের মধ্যেই জরুরি অবস্থার রোগীদের ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।
সংস্থাটির আফগানিস্তান প্রোগ্রামের ব্যবস্থাপক সারা শ্যাটো বিবিসিকে বলেছেন, এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরো কঠিন করে তুলছে এবং তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও সীমিত হয়েছে। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে থাকা নারীরাও এই বিধিনিষেধের শিকার হয়েছেন। শ্যাটো জানান, তালেবান সদস্যরা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর প্রবেশদ্বারে দাঁড়িয়ে বোরকা ছাড়া নারীদের প্রবেশে বাধা দিচ্ছিলেন।
তবে তালেবান সরকারের 'সৎকাজের প্রচার ও অসৎকাজের প্রতিরোধ' মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-উল-ইসলাম খাইবার এমএসএফের এই বক্তব্যকে অস্বীকার করেছেন। তার মতে, নারীদের বোরকা পরতে বাধ্য করার খবরটি ‘সম্পূর্ণ মিথ্যা’। তিনি বলেন, তাদের মন্ত্রণালয় সাধারণভাবে 'হিজাব' পরার ওপর জোর দেয়। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেছেন যে, দেশের বিভিন্ন অঞ্চলে হিজাবের ব্যাখ্যা ভিন্ন, যার বেশিরভাগই শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক।
তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী ইসলামিক শরিয়া আইন প্রয়োগ করে নারীদের ওপর একাধিক কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ২০২২ সালে তালেবান নারীদের প্রকাশ্যে সর্বাঙ্গ আচ্ছাদনকারী ইসলামিক মুখাবরণ বা নিকাব পরার নির্দেশ জারি করেছিল। যদিও তখন তারা এটিকে কেবল ‘পরামর্শ’ হিসেবেই আখ্যা দিয়েছিল।
এ প্রসঙ্গে সারা শ্যাটো বলেন, মুখাবরণের নির্দেশটি আগে ঘোষণা করা হলেও, এই প্রথম আমরা হেরাতে বোরকা কার্যকর করতে দেখছি। গত কয়েক দিনে আরো বেশি সংখ্যক নারী বোরকা পরে হাসপাতালে আসছেন।
সমাজকর্মী ও স্থানীয় সূত্রগুলোও অভিযোগ করেছে যে, গত সপ্তাহ ধরে তালেবানের প্রহরীরা হাসপাতাল, স্কুল ও সরকারি অফিসগুলোতে প্রবেশ করতে নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.