11/12/2025 ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রনের পদত্যাগ
মুনা নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৫ ১৮:১৭
কয়েক মাস ধরেই আলোচনা চলছিল—পদত্যাগ করতে পারেন রন ডারমার। মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যমের সেই গুজব বাস্তব হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রনকে নেতানিয়াহুর আস্থাভাজন মনে করা হতো। তিনি ইসরাইলের মাঝেও প্রচণ্ড বিতর্কিত ছিলেন। মূলত সমালোচকদের এক অংশ মনে করেন, ইরান ও গাজায় যে হামলা ইসরাইল চালিয়েছে তার মদদ দিয়েছেন রন। তাছাড়া তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়।
তবে পদত্যাগপত্রে নির্দিষ্ট কোন কারণ বলেছেন রন, তা সামনে আসেনি। কিন্তু ইসরাইলি এই মন্ত্রী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা সামনে টেনে বলেছেন, ‘বর্তমান সরকারকে সংজ্ঞায়িত করা হবে ৭ অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা।’
কয়েক মাস ধরে সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন রন। তিনি গত কয়েকবছর আগে জানিয়েছিলেন, পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন এই পদে দুই বছর কাজ করবেন। কিন্তু তিনি ইসরাইলের ইতিহাসের একটি ‘গুরুত্বপূর্ণ’ সময়ে নেতানিয়াহুর সঙ্গে কাজ চালিয়ে যেতে আরও কিছুদিন দায়িত্বে ছিলেন।
রন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইলের প্রতিনিধিত্ব করেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এমন সময়ে পদত্যাগ করেছেন যখন ইসরাইলি বন্দিদের ও তাদের লাশ ফিরিয়ে দিয়েছে হামাস।
নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ এই ৫৪ বছর বয়সি নেতা বহুদিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের দূত হিসেবে কাজ করছিলেন। এরপর যোগ দেন ইসরাইলের সরকারে। তার পদত্যাগের বিষয়ে এখনও কিছু বলেননি নেতানিয়াহু।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.