11/11/2025 পাকিস্তানে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
মুনা নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫ ১৮:১০
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইসলামাবাদ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বেষ্টনীর পাশে থাকা একটি গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। চারদিকে আতঙ্কে ছুটে বেড়াচ্ছেন আইনজীবী ও সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক বলেন, “আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে ঢুকতেই প্রবেশদ্বারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গেটের কাছে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখি, কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।”
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই ঘটনাকে “আত্মঘাতী হামলা” বলে নিশ্চিত করেছেন।
এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় প্রেসিডেন্ট জারদারি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, “এটি একটি সতর্কবার্তা। আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। যারা ভাবছেন পাকিস্তান সেনাবাহিনী কেবল সীমান্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাদের জন্য আজকের হামলা একটি স্পষ্ট বার্তা।”
তিনি আরও যোগ করেন,“বর্তমান পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা বৃথা।”
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.