11/10/2025 পশ্চিমা দেশগুলোর স্যাটেলাইটে নজরদারি করছে রাশিয়া, অভিযোগ যুক্তরাজ্য ও জার্মানির
মুনা নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫ ১৯:০৭
যুক্তরাজ্য ও জার্মানি অভিযোগ করেছে, রাশিয়া মহাকাশে পশ্চিমা দেশগুলোর স্যাটেলাইটে নজরদারি, বাধা সৃষ্টি ও হস্তক্ষেপ করছে। দুই দেশই সম্প্রতি একাধিক ঘটনায় রুশ স্যাটেলাইটকে তাদের যোগাযোগ ও সামরিক কাজে ব্যবহৃত স্যাটেলাইটের কাছে ঘোরাফেরা করতে দেখেছে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন, 'রাশিয়ার কার্যক্রম, বিশেষ করে মহাকাশে, আমাদের সবার জন্য একটি মৌলিক হুমকি। এটি এখন আর উপেক্ষা করার সময় নয়।'
তিনি জানান, সম্প্রতি দুটি রুশ গোয়েন্দা স্যাটেলাইটকে দেখা গেছে জার্মান সেনাবাহিনী ও তাদের মিত্রদের ব্যবহৃত ইনটেলস্যাট স্যাটেলাইটের কাছাকাছি ঘোরাফেরা করতে।
ইনটেলস্যাট একটি বাণিজ্যিক স্যাটেলাইট সেবা প্রদানকারী সংস্থা, যার গ্রাহক যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকার ও বড় কোম্পানিগুলো। পিস্টোরিয়াস বলেন, 'রাশিয়া ও চীন দ্রুত তাদের মহাকাশ যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছে। তারা স্যাটেলাইটে বাধা দেয়া, সিগন্যাল বিকৃত করা কিংবা সরাসরি ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে।'
তিনি জানান, জার্মানি তাদের মহাকাশ নিরাপত্তা প্রকল্পে নতুন করে এক বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।
অন্যদিকে, যুক্তরাজ্যের স্পেস কমান্ড প্রধান মেজর জেনারেল পল টেডম্যান জানান, রুশ স্যাটেলাইটগুলো নিয়মিতভাবে ব্রিটিশ স্যাটেলাইটে নজরদারি করছে এবং প্রায় প্রতি সপ্তাহেই জ্যামিং বা সংকেত বিভ্রাট ঘটাচ্ছে।
তিনি বলেন, 'রাশিয়ার স্যাটেলাইটগুলো এমন সরঞ্জাম বহন করছে যা আমাদের স্যাটেলাইটকে পর্যবেক্ষণ করতে এবং তাদের তথ্য সংগ্রহ করতে সক্ষম।'
এই জ্যামিং মূলত ভূমিভিত্তিক অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। ইউক্রেনে যুদ্ধ চলাকালীন রাশিয়া দীর্ঘ সময় ধরে ইলেকট্রনিক প্রযুক্তিতে বিনিয়োগ করে আসছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.