11/10/2025 ২০২৮-এ প্রেসিডেন্ট পদে জেডি ভ্যান্সকে লড়তে দেখা যাবে : রুবিও
মুনা নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫ ২০:২৭
যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প নয়, দেখা যাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপচারিতার এ তথ্য জানান তিনি।
রুবিও এবং ভ্যান্স দুজনই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রিয় পাত্র। গুঞ্জন উঠেছিল যে, তারা দুজনেই হয়তো ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন। কিন্তু রুবিও এবং ভ্যান্সের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, ভ্যান্সকেই প্রেসিডেন্ট পদে দেখা যাবে, জানিয়েছেন রুবিও। শুধু তাই নয়, নির্বাচনে ভ্যান্সকে পূর্ণ সমর্থন দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রেসিডেন্ট হিসেবে এ মেয়াদে মাত্র এক বছর পার করলেন ট্রাম্প। এ সময়ের মাঝেই রিপাবলিকানরা ভবিষ্যতের চিন্তা করা শুরু করেছেন। ট্রাম্প নিজেও এর আগে ভ্যান্স এবং রুবিওকে নিজের উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন কয়েকবার।
হোয়াইট হাউজের আরেক সূত্র জানায়, জেডি ভ্যান্স প্রেসিডেন্টের পদে এবং রুবিও ভাইস প্রেসিডেন্টের পদে লড়তে পারেন।
সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায়, যারা ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দিয়েছেন তাদের কাছে বর্তমানে ভ্যান্স বেশি জনপ্রিয়। জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ ভ্যান্সকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান ২০২৮ সালের নির্বাচনে। আর ২৮ শতাংশ ট্রাম্পকে দেখতে চান, রুবিওকে চান মাত্র ২ শতাংশ।
এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট এবং ভ্যান্সের পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি পলিটিকো।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.