12/05/2024 হজযাত্রীদের ২০ লাখের বেশি কোরআন উপহার
মুনা নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৩ ১৫:০৫
হজ শেষে ফেরার মুহূর্তে হাজিদের মধ্যে ২০ লাখের বেশি পবিত্র কোরআনের কপি বিতরণ করেছে সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ মন্ত্রণালয়। তারা হাজিদের এগুলো উপহার হিসেবে দেন। বিমানযোগে ফেরা যাত্রীদের জন্য কিং আবদুল আজিজ এয়ারপোর্ট, জাহাজযোগে ফেরা যাত্রীদের জন্য জেদ্দা ইসলামিক পোর্ট ও অন্যান্য স্থলবন্দরে তা বিতরণ করা হচ্ছে। পবিত্র কোরআনে এসব কপি সৌদি আরবের বিখ্যাত কিং ফাহাদ কমপ্লেক্স থেকে মুদ্রিত হয়।
সেখানে বিশ্বের ৭৭টির বেশি ভাষায় কোরআনের অনুবাদও ছাপা হয়।
মদিনায় যাচ্ছে হাজিরা : পবিত্র হজ সম্পন্ন করে মক্কা থেকে বিদায় নিচ্ছেন লাখ লাখ হাজি। হজের আগেই যারা মদিনায় গিয়েছেন আজ থেকে তাদের দেশে ফেরা শুরু হয়েছে। অনেকে মদিনায় প্রিয় নবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করে নিজ দেশে ফিরবেন।
এ বছর ৯২টি দেশ থেকে চার হাজার ৯৫১ জন সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করেছেন। গত শনিবার তাঁরাও মদিনায় গিয়েছেন।
প্রিয়জনদের জন্য কিনছে উপহার : অনেকে আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের জন্য বাদাম, মিষ্টি, বাচ্চাদের খেলনা, জায়নামাজ, মালা, নানা ধরনের খেজুর ও জমজমের পানির সেটসহ নানা উপহারসামগ্রী কিনছেন। আবার অনেকে হজ যাত্রাকে স্মরণীয় রাখতে গয়নাসামগ্রী কিনছেন।
জেদ্দা, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদের বাইরের সোনার দোকানগুলোতে ভিড় করছেন অনেকে। সেখান থেকে নেকলেস, আংটি, ব্রেসলেট ও কানের দুলসহ মূল্যবান নানা সামগ্রী কিনছেন তাঁরা। ডিসকাউন্ট, সুলভ মূল্য ও খাঁটি সোনা হওয়ায় বিদেশি হাজিদের মধ্যে এসবের প্রতি বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২১৬ সৌদি রিয়াল (৫৭.৬০ মার্কিন ডলার) এবং ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২২৭ সৌদি রিয়াল। হজের সময়েও এ দাম প্রায়ই অপরিবর্তিত থাকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.