11/08/2025 মোদী 'মহান মানুষ', আগামী বছরই হতে পারে ভারত সফর: ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বন্ধু ও মহান মানুষ' বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগামী বছরই ভারত সফর করতে পারেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মোদীর সঙ্গে তার আলোচনা 'দুর্দান্তভাবে এগিয়েছে'।
এসময় রাশিয়া থেকে ভারতের তেল কেনা কমিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, 'মোদী মূলত রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী একজন মহান মানুষ। তিনি আমার একজন বন্ধু। আমরা কথা বলি, তিনি চান আমি সেখানে যাই। আমরা এটির বিষয়ে সিদ্ধান্ত নেব।'
পরের বছর ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, হতে পারে'।
এর আগে ট্রাম্প জানান, এই বছরের শেষের দিকে আসন্ন কোয়াড শীর্ষ সম্মেলনে ভারত সফর করতে চান না তিনি। তার কয়েকমাস পরেই এ কথা জানালেন তিনি।
ভারতের ওপর অতিরিক্ত শুল্কারোপ করায় দেশ দুইটির মধ্যে সম্পর্ক অনেকটা স্তিমিত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এই ভারত সফরের ইঙ্গিত সে দুরাবস্থা থেকে কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.