11/07/2025 পারমাণবিক পরীক্ষা সম্ভাবনায় রাশিয়ায় তৎপরতা; 'অগ্রহণযোগ্য ক্ষতি' নিশ্চিত রাখার নির্দেশ
মুনা নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫ ১৯:৫৫
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাবনা ঘিরে রাশিয়ায় নতুন করে তৎপরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভা ও নিরাপত্তা কর্মকর্তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন।
দুই পরাশক্তির এমন উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য ‘সরাসরি সামরিক হুমকি’ তৈরি করছে। তার ভাষায়, রাশিয়ার পারমাণবিক প্রস্তুতি এমন পর্যায়ে রাখতে হবে, যা প্রতিপক্ষের জন্য অগ্রহণযোগ্য ক্ষতির নিশ্চয়তা দেয়।
তিনি আরো জানান, প্রয়োজনে আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়ার পরীক্ষাকেন্দ্র দ্রুত পরীক্ষার উপযোগী করে তোলা সম্ভব।
এদিকে, রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের যথাসময়ে জবাব দেওয়ার সুযোগ হারাতে পারে রাশিয়া।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দেন যেন ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করা হয়। এর আগেই তিনি রাশিয়ার ‘বুরেভেস্তনিক’ নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল পরীক্ষার সমালোচনা করেছিলেন, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
বিশ্লেষকদের মতে, তিন দশকের বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা নিয়ে দুই পরাশক্তির এই নতুন তৎপরতা বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার নাজুক অবস্থাকে আরো স্পষ্ট করে তুলছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.