11/06/2025 বাংলাদেশের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিশের আবেদন করতে পারে আদানি
মুনা নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৫ ২০:০৬
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পাওনা নিয়ে চলমান বিরোধ মেটাতে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হতে পারে ভারতের আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে আদানি গ্রুপের এক মুখপাত্র জানান, কিছু ব্যয়ের হিসাব ও বিলের পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী উভয় পক্ষ। দ্রুত, মসৃণ ও উভয় পক্ষের জন্য লাভজনক সমাধান নিয়ে আশাবাদও জানান।
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান জানান, এখনও চলছে আলোচনা। এরপর প্রয়োজন হলে আন্তর্জাতিক সালিশে যাবেন।
ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি ২০১৭ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- বিপিডিবি'র কাছে। যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক-দশমাংশ মেটায়। তবে বকেয়া অর্থ পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.