11/05/2025 অ্যার্টনি জেনারেল পদ ছেড়ে নির্বাচনে অংশ নিতে চান মো. আসাদুজ্জামান
মুনা নিউজ ডেস্ক
৫ নভেম্বর ২০২৫ ১৮:৪৫
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমি ভোট করব, আমি ওখানে নমিনেশন চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যার্টনি জেনারেল হিসেবে আছি এখনো...। আমার অ্যার্টনি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ওখানে ভোট করব। যখন সময় আসবে তখন করব।
এদিকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ের বিষয়ে তিনি বলেন, কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেওয়া হয়েছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.