11/04/2025 মুনা ইয়্যুথ আপস্টেট নিউইয়র্ক জোনের উদ্যোগে অ্যানুয়াল জোনাল কিয়াম অনুষ্ঠিত
        
      মুনা সাংগঠনিক ডেস্ক
৩ নভেম্বর ২০২৫ ২১:১১
      মুনা ইয়্যুথ আপস্টেট নিউইয়র্ক জোন এর উদ্যোগে গত ২ নভেম্বর অ্যানুয়াল জোনাল কিয়াম আয়োজিত হয়। প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় বাফালো ইসলামিক কালচারাল সেন্টারে।

প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল পাশ্চাত্য সংস্কৃতির বিশেষ করে হ্যালোইন এর প্রভাব সম্পর্কে ইয়্যুথদের সচেতন করা এবং তাদের জন্য একটি দ্বীনি, আত্মিক পরিবেশে সময় কাটানোর সুযোগ সৃষ্টি করা। এতে স্থানীয় ইয়্যুথ এবং কমিউনিটির সদস্যরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।


কিয়াম প্রোগ্রামে ভ্রাতৃত্ব, ঐক্য এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলোর উপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা তাদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "সত্যিকারের ভ্রাতৃত্ব দ্বীন (বিশ্বাস) এর মাধ্যমে আরও শক্তিশালী হয়।"
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.