11/04/2025 মসজিদে নববীতে নতুন ছাউনি ব্যবস্থা স্থাপন, মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টির উদ্যোগ
        
      মুনা নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫ ১৮:৩২
      মদিনার পবিত্র মসজিদে নববীর ছাদে নতুনছাউনি ব্যবস্থা স্থাপন করেছে জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য প্রফেট’স মসজিদ (General Presidency for the Affairs of the Prophet’s Mosque)। বিশেষ করে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দিনের বেলা নামাজ আদায়ের সময় মুসল্লিদের আরাম নিশ্চিত করার লক্ষ্যে এই আধুনিক ছাউনি স্থাপন করা হয়েছে।
নতুন এই ছাউনিগুলো উন্নতমানের কাপড়ের প্রযুক্তি দ্বারা তৈরি, যা তাপ শোষণ কমায় এবং ছাদের বিস্তীর্ণ এলাকায় বাতাস চলাচল বজায় রাখতে সহায়তা করে। ফলে তীব্র রোদে মুসল্লিরা এখন ছায়াযুক্ত স্থানে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। বিশেষ করে শুক্রবারের জামায়াতে (জুমআ) যখন ছাদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে, তখন এই নতুন ছাউনি ব্যবস্থা তাদের জন্য বিশেষ স্বস্তি বয়ে আনবে।
মসজিদ কর্তৃপক্ষ ইতিপূর্বে মুসল্লিদের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত শীতলীকরণ ব্যবস্থা, সম্প্রসারিত নামাজের জায়গা এবং উন্নত প্রবেশযোগ্যতা। নতুন এই ছাউনি স্থাপন প্রকল্পটি এসব আরামদায়ক উদ্যোগের ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতি বছর কোটি কোটি মুসল্লির আগমনে মুখর থাকে মসজিদে নববী। এই নতুন ছাউনি ব্যবস্থা মুসল্লিদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও ইবাদতের পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.