11/04/2025 জম্মু ও কাশ্মীরে আবারও চালু হল ১৫০ বছরের পুরনো ‘দরবার মুভ’ প্রথা
        
      মুনা নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫ ১৭:০৩
      চার বছর বন্ধ থাকার পর ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে আবারও চালু হয়েছে ১৫০ বছরের পুরনো ‘দরবার মুভ’ প্রথা। শত শত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি নথিবোঝাই বিশাল বাসবহর নিয়ে শ্রীনগর থেকে যাত্রা করেছে জম্মুর উদ্দেশ্যে। সোমবার থেকে সেখানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শীতকালীন রাজধানীর কার্যক্রম।
সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দ্বি-বার্ষিক রাজধানী পরিবর্তনের এ প্রথা। এর অংশ হিসেবে গ্রীষ্মে শ্রীনগর ও শীতে জম্মু হবে প্রশাসনিক রাজধানী।
সোমবার জম্মুতে খুলেছে রাজ্য সরকারের সর্বোচ্চ কার্যালয় ‘সিভিল সেক্রেটারিয়েট’। এদিনই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মুতে গিয়ে দপ্তরের উদ্বোধন করেন। তিনি বলেন, দরবার মুভ বন্ধ করা ছিল জম্মুর মানুষের প্রতি অবিচার এবং তা রাজ্যের আঞ্চলিক ভারসাম্য নষ্ট করেছিল।
আজ আমি সেই অবিচার দূর করেছি। ঐতিহ্যবাহী এই প্রথাটি ১৮৭২ সালে মহারাজা গুলাব সিং শুরু করেন। এর লক্ষ্য ছিল দুই অঞ্চলের মানুষকে প্রশাসনিক সুযোগ-সুবিধা সমানভাবে দেওয়া। ২০২১ সালে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ব্যয় সংকোচনের যুক্তিতে এই প্রথা বন্ধ করেন।
সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দরবার মুভ বন্ধের পর জম্মুতে ব্যবসায়িক ক্ষতি মারাত্মকভাবে বেড়ে যায়। ২০২২ সালে জম্মু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ঐতিহ্য পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন শুরু করে। ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনগুলো একমত, ‘দরবার মুভ’ শুধু জীবিকার উৎস নয়, এটি জম্মু ও কাশ্মীরের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.