11/02/2025 ট্রাম্পের প্রত্যাখ্যানের পর শি-কে নিয়েই শুরু অ্যাপেক শীর্ষ সম্মেলন
মুনা নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৫ ১৮:৪৬
চীনের নেতা শি জিনপিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের বলেছেন, তাঁর দেশ বার্ষিক অর্থনৈতিক আঞ্চলিক ফোরামে বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য রক্ষার কথা বলবে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে শুরু হওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে মঞ্চের কেন্দ্রে ছিলেন শি জিনপিং। এর আগে বৃহস্পতিবার শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন। ওই বৈঠকে বাণিজ্যযুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতা হয়।
এ বছরের দুদিনের অ্যাপেক শীর্ষ সম্মেলনকে ব্যাপকভাবে ছাপিয়ে গেছে ট্রাম্প-শির বৈঠক। বৃহস্পতিবার শির সঙ্গে বৈঠককে ট্রাম্প একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন, তিনি চীনের ওপর শুল্ক কমাবেন। অন্যদিকে, বেইজিং বিরল খনিজ রপ্তানির অনুমতি দিতে ও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনতে সম্মত হয়েছে। তাদের এ সমঝোতা বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির জন্য একটি স্বস্তির খবর ছিল।
ট্রাম্পের অ্যাপেক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত বৃহৎ ও বহুজাতিক ফোরামটির প্রতি তাঁর সুপরিচিত বিদ্বেষমূলক আচরণের সঙ্গে খাপ খায়। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, অ্যাপেককে এভাবে প্রত্যাখ্যান বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ ও বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্বকারী ফোরামে যুক্তরাষ্ট্রের সুনাম আরও খারাপ হওয়ার ঝুঁকি তৈরি করেছে।
শি বহুপাক্ষিকতাবাদকে সমর্থন করেন
অ্যাপেক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে; আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল ও অস্থির হয়ে উঠছে। তাই যত বেশি অস্থির সময়, আমাদের তত বেশি একসঙ্গে কাজ করতে হবে।
চীন থেকে সরবরাহ শৃঙ্খলকে আলাদা করার প্রচেষ্টার প্রতিশোধ হিসেবে শি সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। তিনি ‘গ্রিন ইন্ডাস্ট্রি’ ও ‘ক্লিন এনার্জি’তে সহযোগিতা সম্প্রসারণের জন্য অন্যান্য দেশের সঙ্গে কাজ করার আশাও প্রকাশ করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.