10/31/2025 গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল
 
        
      মুনা নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫ ২১:৪৭
 
      গাজা উপত্যকায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অন্তত দশটি স্থানে বিমান হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সময় গাজা নগরীর পূর্ব প্রান্তেও কামান হামলা চালানো হয়।
স্থানীয়দের মতে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বাংশে কয়েকটি ভবনও গুঁড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি।
গত ২৮ অক্টোবর রাফায় এক ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই হামলা শুরু হয় । এর জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন।
গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা নগরী, খান ইউনিস ও হাসপাতালের আশপাশে বোমাবর্ষণে ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। হামাস দাবি করেছে, তারা ওই ঘটনায় জড়িত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলই লঙ্ঘন করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত ১০৪ জন নিহত ও ২৫৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ জন নারী রয়েছেন। ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত মোট ২১১ জন নিহত ও ৫৯৭ জন আহত হয়েছেন।
এদিকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ছাড়ার পাশাপাশি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.