10/30/2025 সামরিক বিমানের জরুরি অবতরণ — অল্পের জন্য বেঁচে গেল টেসলা
মুনা নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫ ২১:২৩
অন্য একটি স্বাভাবিক দিনের মতো মহাসড়কে গাড়ি চলছিল। হঠাৎ একটি সামরিক বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে নেমে আসে। সেই দৃশ্য ধরা পড়ে টেসলা গাড়ির ড্যাশক্যামে।
চমকে দেওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা হাইওয়েতে একটি সামরিক বিমানের সঙ্গে টেসলার গাড়িটি অল্পের জন্য ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। এতে তাজ্জব বনে গিয়ে গাড়ি বন্ধ করে মহাসড়কে অবস্থান করতে থাকেন চালক।
বৃহস্পতিবার উইল রজার্স এয়ার ন্যাশনাল গার্ড বেস থেকে একটি প্রশিক্ষণ মিশনে থাকাকালীন বিমানবাহিনীর বিশেষ অপারেশন কমান্ডের OA-1K স্কাইরাইডার-২ টার্বোপ্রপ বিমানে গোলযোগ দেখা দেয়। দুপুর ২টার ঠিক আগে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি। ককো নিউজ-৫ এর বরাতে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।
ওকলাহোমা সিটির দক্ষিণ-পূর্ব ১১৯তম স্ট্রিট এবং সুনার রোডের দিকে বিমানটি গ্লাইডিং করে নেমে আসে। টেসলার চালক ম্যাথিউ টপচিয়ান ভয়ংকর মুহূর্তটি দেখতে পান। তিনি কী করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তিনি দেখলেন, বিমানটি তার এবং অন্যান্য মোটরচালকদের যানবাহনে প্রায় ধাক্কা খেতে খেতে সরে যায়।
টেসলা চালক বলেন, আমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করেই একটি গাছের ওপরে তাকিয়ে বিমানটি দেখতে পেলাম। আমি ভাবছিলাম, ওই বিমানটি হয়তো নিচু দিয়ে যাচ্ছে। পরক্ষণেই মনে হলো, এটি সত্যিই, সত্যিই অনেক নিচু দিয়ে যাচ্ছে।
টপচিয়ান গাড়ি চালাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ হঠাৎ করেই টার্বোপ্রপটি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। মহাসড়কে পড়েই সেটি টারবুলেন্সের কবলে পড়ে। কিন্তু পাইলট তখনো বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
টপচিয়ান বলেন, যখন এটি আসছিল তখন আমার মনে হচ্ছিল বিমানটি আমাকে আঘাত করতে চলেছে। তারপর দৃষ্টির আড়ালে চলে গেল। আমি এটি দেখতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে। তাই সেখানে বসে কী করা উচিত তা ভাবার সময় হয়নি। ঘটনা বুঝতে কিছুক্ষণ সময় নিলাম। তারপর চারপাশে তাকিয়ে দেখি যেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয়, এটি বিদ্যুতের তার বা অন্য কিছুর সঙ্গে গিয়ে ঠেকে। প্রচুর আগুন জ্বলছিল। আমি ভেবেছিলাম বিমানটি বিস্ফোরিত হয়েছে। আমি আমার মাকে ফোন করে বললাম, ‘আমি জানি না কী হচ্ছে।’
ওকলাহোমা সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবাক হন ফায়ার ফাইটাররা। তারা দেখেন, বিমানে থাকা দুই সামরিক পাইলট ইতিমধ্যেই বিমান থেকে বেরিয়ে এসেছেন এবং কোনো আঘাত পাননি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.