10/30/2025 রোহিঙ্গা সংকট এত জটিল যে চীন একা সমাধান করতে পারবে না: ইয়াও ওয়েন
মুনা নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫ ২১:১১
রোহিঙ্গা পরিস্থিতি অত্যন্ত একটি জটিল সংকটে পরিণত হয়েছে। একা এ সংকটের সমাধান চীনের সক্ষমতার বাইরে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ–চীন সম্পর্ক: এগিয়ে যাওয়ার পথ’ নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন এসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
আলোচনার প্রশ্নোত্তর পর্বে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনকে বাংলাদেশ ও মিয়ানমার উভয়ই অনুরোধ করেছে। রোহিঙ্গার পাইলট প্রত্যাবাসনেও আমরা চেষ্টা করেছি। তবে বিষয়টি একা চীনের পক্ষে সমাধান করা সম্ভব নয়, এটি চীনের সক্ষমতার বাইরে। এটি অত্যন্ত জটিল সংকট। এর সঙ্গে অনেক স্টেকহোল্ডাররা জড়িত। আমরা যখন ২০২৩ সালে প্রত্যাবাসনের চেষ্টা করেছি, অন্যান্য প্রতিবন্ধকতাগুলো আমাদের প্রচেষ্টাকে প্রভাবিত করেছে। কিছু দেশ ও সংস্থা রোহিঙ্গা প্রত্যাবাসন হোক, এটা চায় না। রোহিঙ্গা প্রত্যাবাসনে সকল স্টেকহোল্ডারদের ভূমিকা রাখতে হবে। চীন তার ভূমিকা পালন করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.