10/29/2025 ট্রাম্পের কটাক্ষের দাঁতভাঙা জবাব দিলেন পুতিন
মুনা নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫ ২০:১৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়াকে পেপার টাইগার বলে কটাক্ষ করেন, তখন সেই কটাক্ষের দাঁতভাঙা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি লৌহমানব ভ্লাদিমির পুতিন। গত রোববার মস্কো সফলভাবে পরীক্ষা করেছে তাদের অপ্রতিরোধ্য পরমাণু-চালিত বুড়েভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র (Burevestnik)।
এই পারমাণবিক অস্ত্রটি নিয়ে ক্রেমলিনের দাবি স্পষ্ট, এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। এমনকি প্রেসিডেন্ট পুতিন স্বয়ং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, এ এমন এক অস্ত্র যা বিশ্বে আর কারও নেই। একদিকে পুতিন যখন আনুষ্ঠানিকভাবে এই অদ্বিতীয় অস্ত্র মোতায়েনের দিকে জোর দিয়ে এগোচ্ছেন, অন্যদিকে বসে নেই তার চির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও। তিনি আবারও খোঁচা দিয়ে বসলেন পুতিনকে।
ইউক্রেন যুদ্ধকে সামনে টেনে ট্রাম্প মন্তব্য করেন রাশিয়ার উচিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে অবিলম্বে যুদ্ধ শেষ করা। ক্ষোভের সুরে তিনি বলেন, যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে! সোমবার হোয়াইট হাউসের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এই মন্তব্য করতে শোনা যায়। তিনি সাংবাদিকদের আরও বলেন যা মস্কোর জানা উচিত যে, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। মস্কোর তীরে পর্যন্ত যেতে সেটিকে ৮,০০০ মাইলও যেতে হবে না। তিনি আরও যোগ করেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র সবসময়ই করে।
ট্রাম্প বারবার ইউক্রেন যুদ্ধের অবসান চেয়েছেন, যেটিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধে গড়িমসি করতে থাকেন, তবে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.