10/29/2025 শুল্ক ছাড়ের বিনিময়ে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে জাপান
মুনা নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫ ২০:০৪
কঠোর আমদানি শুল্ক থেকে রেহাই পাওয়ার বিনিময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের কাছ থেকে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছেন। এ ছাড়া জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তাকাইচি পিকআপ ট্রাক, সয়াবিন ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পকে আরও বেশি প্রভাবিত করার আশা করছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ শেষে জাপান সফরে যান ট্রাম্প। সোমবার টোকিও পৌঁছানোর পর বিমানবন্দরেই ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির সম্রাট নারুহিতো। পরে গাড়ি শোভাযাত্রা সহকারে ট্রাম্প সম্রাটের বাসভবন ইম্পেরিয়াল প্যালেসে যান। সেখানেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
জাপানে ট্রাম্পের আগমন তার পাঁচ দিনের এশিয়া সফরের অংশ। সেখানে তিনি তিন দিন অবস্থান করবেন। আজ মঙ্গলবার ট্রাম্প জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাত করেন। ট্রাম্পের এই সফরে তিনি জাহাজ নির্মাণ সংক্রান্ত একটি চুক্তিও ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।
টোকিও পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.