10/29/2025 সোভিয়েত নেতাদের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পরেও ন্যাটো সম্প্রসারণ থামেনি : ল্যাভরভ
মুনা নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫ ১৮:৪৬
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জোর দিয়ে বলেছেন যে, সোভিয়েত আমলে প্রদত্ত প্রতিশ্রুতি সত্ত্বেও উত্তর আটলান্টিক জোটের (ন্যাটো) সম্প্রসারণ অবিরামভাবে অব্যাহত রয়েছে।
মিনস্কে ইউরেশিয়ান নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘জোট এক ইঞ্চিও পূর্ব দিকে অগ্রসর হবে না বলে সোভিয়েত নেতাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ন্যাটো সম্প্রসারণ এক মুহূর্তের জন্যও থামেনি। অধিকন্তু, এই চলমান সম্প্রসারণ ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মধ্যে সর্বোচ্চ স্তরের প্রতিশ্রুতিগুলিকে স্পষ্টভাবে উপেক্ষা করে, যেখানে অন্যদের ব্যয়ে নিজের নিরাপত্তা জোরদার না করার বা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্য অর্জন না করার শর্ত দেওয়া হয়েছে।’
যেমন ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, রাশিয়া দেখে যে ন্যাটো এবং ইইউ দেশগুলির সিংহভাগই এই বাস্তবতা স্বীকার করতে অস্বীকার করে যে পশ্চিমা আধিপত্যের অবসান হয়েছে এবং একটি নতুন ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে।
‘এটি তাদের এবং রাশিয়া, আমাদের সিআইএস অংশীদার, চীন, ভারত, ইরান, ডিপিআরকে এবং অন্যান্য ইউরেশিয়ান রাষ্ট্রের মধ্যে একটি মৌলিক পার্থক্য চিহ্নিত করে, যারা নিশ্চিত যে আমাদের মহাদেশের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির মূল চাবিকাঠি সার্বভৌম সমতার নীতি এবং সকলের জন্য নিরাপত্তার অবিভাজ্যতার প্রতি কঠোর শ্রদ্ধার মধ্যে নিহিত, কেবল আইন ও নৈতিকতার ঊর্ধ্বে নিজেদের স্থান দেওয়া কিছু নির্বাচিত ব্যক্তির জন্য নয়। সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলিকে পরিকল্পিতভাবে অবমূল্যায়ন করা হয়েছে এবং শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয়েছে, এটি রাশিয়া বা আমাদের মিত্রদের দোষ নয়,’ ল্যাভরভ উপসংহারে বলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.