10/29/2025 কর্পোরেট বিভাগে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের খবর নিশ্চিত করেছে অ্যামাজন
মুনা নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫ ১৮:৩৮
কোভিড মহামারির সময় অতিরিক্ত নিয়োগ ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন তাদের করপোরেট বিভাগে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ২০২২ সালের শেষ দিকে ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটাই হতে যাচ্ছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।
মঙ্গলবার থেকেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বলে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে। মঙ্গলবার সকাল থেকে ই-মেইলের মাধ্যমে কর্মীদের নোটিফিকেশন পাঠানো শুরু হবে। কর্মীদের সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর ম্যানেজারদের সোমবার প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল।
কোম্পানির মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও জানা গেছে, মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস অ্যান্ড সার্ভিসেস, এবং এডব্লিউএস (অ্যামাজন ওয়েব সার্ভিসেস) সহ বিভিন্ন বিভাগের কর্মীরা এই ছাঁটাইয়ের শিকার হতে পারে।
অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি সাম্প্রতিক বছরগুলোয় প্রতিষ্ঠানটির আমলাতান্ত্রিক কাঠামো হ্রাসের উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় কিছু কাজ স্বয়ংক্রিয় হচ্ছে, ফলে কর্মীসংখ্যা কমানো হচ্ছে।
অন্যদিকে, অ্যামাজনের ক্লাউড সেবা বিভাগ এডব্লিউএস দ্বিতীয় প্রান্তিকে ৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার বিক্রি করেছে—যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৫ শতাংশ বেশি। তবে এটি মাইক্রোসফট ও গুগল ক্লাউডের প্রবৃদ্ধির তুলনায় কম।
তবে অ্যামাজন চলতি উৎসব মৌসুমে প্রায় আড়াই লাখ মৌসুমি কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনাও করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.