10/28/2025 এনসিপিকে শাপলা প্রতীক নয়, আগের সিদ্ধান্তেই অনড় নির্বাচন কমিশন
মুনা নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫ ২০:১৪
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ না দেয়ার আগের সিদ্ধান্তেই নির্বাচন কমিশন (ইসি) অনড় রয়েছে। রাজনৈতিক দলগুলোর জন্য পৃথক প্রতীক বরাদ্দের যে নীতিগত সিদ্ধান্ত ইসি আগে নিয়েছিল, তা এখনো বহাল রয়েছে বলেই জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব বা কথা বলার মতো তথ্য নেই। কমিশন আগেই জানিয়েছে, প্রতীক বরাদ্দ হবে কমিশনের স্ববিবেচনায়—এটাই আমাদের বর্তমান অবস্থান।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটিই জানিয়েছেন তিনি।
আখতার আহমেদ বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। যেসব রাজনৈতিক দলগুলোকে আমরা নিবন্ধনের জন্য উপযুক্ত মনে করি, তাদের বিজ্ঞপ্তি দেয়ার সময়ই প্রতীক চিহ্নিত করে দেয়া হবে। এ বিষয়ে কোনো নতুন বা বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি।
এর আগে, এনসিপিকে শাপলা প্রতীক না দেবার জন্য কমিশনের কাছে আইনি ব্যাখ্যা চেয়েছে দলটি। আইনি ব্যাখ্যার প্রসঙ্গে কমিশনের অবস্থান জানতে চাওয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যেহেতু বিষয়টি তফসিলে অন্তর্ভুক্ত নয়, তাই কমিশন মনে করেছে এটি রাখার প্রয়োজন নেই। আইনি ব্যাখ্যা চাইলে আইনজীবীদের জিজ্ঞাসা করতে হবে, আমাকে নয়।
এছাড়াও গণভোট আয়োজন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, যে তথ্যটা আমার কাছে নেই, সে তথ্যের ওপর কোনো মন্তব্য করার সুযোগ নেই। তিনি আরো বলেন, গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিলে গণভোট অন্তর্ভুক্ত না থাকায় কমিশন এ বিষয়ে কোনো প্রস্তুতি নেয়নি।
সাংবাদিকদের তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব, যেটা কমিশনে এখনো পর্যন্ত আসেনি, সে বিষয়ে প্রশ্ন না করতে। আমি প্রস্তুতির বিষয়ে কথা বলতে পারি, অনুমানভিত্তিক কোনো মন্তব্য করব না।
রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী দুটি ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি—একটি রাজনৈতিক দল, আরেকটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। ২২টি রাজনৈতিক দলের বিষয়ে অতিরিক্ত তথ্য যাচাই চলছে, যা ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই শেষ হবে।
তিনি আশ্বস্ত করেন, এই সামান্য পিছিয়ে পড়া কমিশনের সার্বিক প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না। আমরা প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত। চলতি সপ্তাহের মধ্যেই শতভাগ সম্পন্ন করা সম্ভব হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.