10/27/2025 রিগ্যানের বিজ্ঞাপনের জেরে কানাডার উপর ১০ শতাংশ শুল্ক বাড়াবেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫ ২০:১৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
শনিবার এক ঘোষণায় তিনি জানান, ‘ভুয়া’ একটি বিজ্ঞাপন প্রচারের দায়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—যে বিজ্ঞাপনে প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞাপনটি প্রচারিত হয় ওয়ার্ল্ড সিরিজ বেসবল ম্যাচের বিরতিতে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
ট্রাম্প বলেন, এ ঘটনায় ‘আইনি পদক্ষেপ’ বিবেচনা করা হচ্ছে। তার দাবি, ‘কানাডা হাতেনাতে ধরা পড়েছে রোনাল্ড রিগ্যানের শুল্কবিষয়ক ভাষণ বিকৃত করে ভুয়া বিজ্ঞাপন প্রচার করতে।’
তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘রিগ্যান ফাউন্ডেশন জানিয়েছে, ‘কানাডা প্রেসিডেন্ট রিগ্যানের ভাষণের অডিও ও ভিডিও বিকৃতভাবে ব্যবহার করেছে, যা তার মূল বক্তব্যকে বিকৃত করে। এই বিজ্ঞাপনের জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।’
ট্রাম্প আরও বলেন, ‘এই ভুয়া বিজ্ঞাপনের একমাত্র উদ্দেশ্য ছিল অটোয়া প্রদেশের আশায় থাকা—মার্কিন সুপ্রিম কোর্ট যেন কানাডার শুল্কনীতি রক্ষায় হস্তক্ষেপ করে।’
‘কিন্তু এখন যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারবে ‘উচ্চ ও অন্যায্য’ কানাডীয় শুল্ক থেকে,’ তিনি যোগ করেন।
ট্রাম্পের দাবি, ‘রোনাল্ড রিগ্যান জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে শুল্ক আরোপকে সমর্থন করতেন। অথচ কানাডা দাবি করেছে, তিনি শুল্কবিরোধী ছিলেন।’
তিনি অভিযোগ করেন, বিজ্ঞাপনটি তড়িঘড়ি সরিয়ে ফেলার কথা থাকলেও অটোয়া তা প্রচার চালিয়ে যায় ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ চলাকালীন। “তারা জানত এটি একটি ভুয়া প্রচারণা, তবু তা সম্প্রচার করেছে—এটি একটি গুরুতর ভুল উপস্থাপন এবং শত্রুতামূলক আচরণ,” বলেন ট্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.