10/27/2025 শেহবাজ শরীফের রিয়াদ সফর, পাকিস্তান-সৌদি সম্পর্ক পেল নতুন গতি
মুনা নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৫
পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পাচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে এবার রিয়াদ সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফরকে দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রোববার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। তিনি সেখানে অংশ নেবেন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নাইন এর নবম সম্মেলনে। এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বাড়ানো, সেই সঙ্গে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার করা।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, সফরের সময় শেহবাজ শরীফ সৌদি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভূ-রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা হবে। এছাড়া, শেহবাজ শরীফ সম্মেলনের অন্যান্য অংশগ্রহণকারী দেশের নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও মতবিনিময় করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরকে তারা অর্থনৈতিক-কূটনীতির অংশ হিসেবে দেখছে। সফরে পাকিস্তান বিনিয়োগ, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ জোর দেবে। সৌদি আরবের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করে মধ্যপ্রাচ্যে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যও রয়েছে এই সফরের মাধ্যমে।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর শেহবাজ শরীফের রিয়াদ সফরের সময় পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর আক্রমণ হলে সেটি উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। দুই দেশের সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রেও নতুন উচ্চতায় নিয়ে গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.