10/26/2025 ইমাম সিরাজ ওয়াহহাজ ও মাসজিদ তাকওয়া’র পাশে দৃঢ় সমর্থন জানালো মুনা ইয়্যুথ ন্যাশনাল
মুনা সাংগঠনিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫ ২০:৫৬
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র ইয়্যুথ ন্যাশনাল সম্প্রতি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে ইমাম সিরাজ ওয়াহহাজ এবং মাসজিদ তাকওয়া-এর পাশে তাদের অটল সমর্থন প্রকাশ করেছে। এটি এসেছে সম্প্রতি সংঘটিত ইসলামবিরোধী হামলার প্রেক্ষাপটে।
ফেসবুক পোস্টে মুনা ইয়্যুথ চার দশকেরও বেশি সময় ধরে ইমাম সিরাজ ওয়াহহাজের নিউ ইয়র্ক সিটির মানুষের সেবায় অবদানের ওপর আলোকপাত করেছে। তারা উল্লেখ করেছে, তিনি ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রচারের মাধ্যমে কমিউনিটির মধ্যে সম্প্রীতি বজায় রেখেছেন এবং ন্যায় ও ঐক্য রক্ষায় ভূমিকা রেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তার খ্যাতি নষ্ট করার প্রচেষ্টা শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মুসলিম সম্প্রদায়ের মৌলিক মূল্যবোধের ওপর আঘাত।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.