10/23/2025 মাত্র ১১% ব্যাংক এআই-চালিত সাইবার নিরাপত্তার জন্য সম্পূর্ণ প্রস্তুত: রিপোর্ট
মুনা নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ ২১:২৪
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ ও ব্যবহারিক প্রয়োগের দিকে এগিয়ে যেতে ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য বৃহত্তর বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রকমূলক নির্দেশিকার ওপর গুরুত্ব আরোপ করেছে।
বিআইবিএম পরিচালিত জরিপে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক তাদের সাইবার নিরাপত্তা কার্যক্রমে এআই ব্যবস্থা গ্রহণ করা থেকে অনেক দূরে রয়েছে বলে প্রমাণ পাওয়ার পর এ সুপারিশ করা হয়েছে।
আজ নগরীর বিআইবিএম মিলনায়তনে আয়োজিত একটি গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। বিআইবিএম -এর অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান আলোচনায় গবেষণাটি উপস্থাপন করেন।
বিআইবিএম -এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমীক্ষা অনুসারে, দেশের প্রায় ৭০ শতাংশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এআই ব্যবহার করার জন্য কোনও অটোমেশন নেই (৪৬ শতাংশ) অথবা বর্তমানে পরিকল্পনা পর্যায়ে রয়েছে (২৪ শতাংশ)।
এই কম হার ইঙ্গিত দেয় যে, এআই ভিত্তিক সমাধান করার বাস্তবায়ন হার এখনও খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। বেশিরভাগ ব্যাংক এআই-চালিত সমাধান গ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে এই ক্ষেত্রে এআই প্রয়োগের সীমিত পরিপক্কতা তুলে ধরা হয়েছে। মাত্র ২৭ শতাংশ ব্যাংক আংশিক অটোমেশন অর্জন করেছে, যা সাধারণত সহজ, পুনরাবৃত্তিমূলক সুরক্ষা কাজের মধ্যে এআই ব্যবহারকে সীমাবদ্ধ রাখে।
বর্তমানে মাত্র ৩ শতাংশ ব্যাংকের সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই সিস্টেম রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.