10/21/2025 প্যাটারসনে ইসলামিক কালচারাল অ্যান্ড ফ্যামিলি নাইট অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৫ ২০:৫৭
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র প্যাটারসন চ্যাপ্টার, মসজিদে আদম এবং আটলান্টিক কালচারাল গ্রুপের যৌথ উদ্যোগে এবং নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের আয়োজনে গত ১৮ অক্টোবর (শনিবার) জন এফ. কেনেডি (জেএফকে) স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ইসলামিক কালচারাল অ্যান্ড ফ্যামিলি নাইট।
সাংস্কৃতিক এই আয়োজনটি শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাশিদ শিল্পী সাইফুল্লাহ মানসুর, এবং বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ইসলামিক সংগীত শিল্পী ডাঃ আতাউল হক উসমানী।
আয়োজনের সূচনা হয় মুনা ইয়্যুথ গ্রুপের সদস্যদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে মুনা’র কার্যক্রম, সাংস্কৃতিক ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী বক্তব্যের পর, প্রধান ও বিশেষ অতিথি—সাইফুল্লাহ মানসুর এবং ডাঃ আতাউল হক উসমানী—আটলান্টিক কালচারাল গ্রুপের সঙ্গে সম্মিলিতভাবে একটি হামদ পরিবেশন করেন।
এরপর মঞ্চে আসে মুনা চিলড্রেন গ্রুপের ক্ষুদে শিল্পীরা। তারা ইংরেজি ইসলামিক সংগীত পরিবেশন করে। এরপর আটলান্টিক গ্রুপের শিল্পীবৃন্দ এককভাবে বিভিন্ন নাশিদ পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় আটলান্টিক কালচারাল গ্রুপ ও মুনা ইয়্যুথ গ্রুপের সদস্যদের ইসলামিক গল্প, নাটিকা, আবৃত্তি এবং দলীয় পারফরম্যান্স। প্রত্যেকেই তাদের পারফরম্যান্সের মাধ্যমে ইসলামিক বার্তা দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.