10/21/2025 ইরান, রাশিয়া ও চীন জানাল তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ
মুনা নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫ ২০:২১
তেহরানের সঙ্গে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে।
শনিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে তিন দেশ জানায়, জাতিসংঘের ২২৩১ প্রস্তাবের সব বিধান ১৮ অক্টোবর ২০২৫-এ মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবেচনাও শেষ হলো।
চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই৩) পক্ষ থেকে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা আইনগতভাবে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য। কারণ, ইউরোপীয় দেশগুলো নিজেরাই চুক্তির অঙ্গীকার ভঙ্গ করেছে।
তেহরান, মস্কো ও বেইজিং আরও জানায়, ২২৩১ প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার ফলে এই অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে, যা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে।
তিন দেশ সব পক্ষকে একতরফা নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, চুক্তির সময়সীমা শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থাকা সব বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল হয়েছে।
২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) এই চুক্তি স্বাক্ষর করেছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.