10/21/2025 দেশব্যাপী 'নো কিংস' বিক্ষোভের মধ্যে বিতর্কিত এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫ ১৯:১৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এমন একটি ভুয়া ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে মুকুট পরা অবস্থায় দেখা যায় এবং ‘কিং ট্রাম্প’ লেখা একটি জেটে উড়ে যেতে দেখা যায়। এ সময় সেই বিমান থেকে প্রতিবাদকারীদের ওপর বাদামী তরল (মলের মতো) ফেলা হচ্ছে।
শনিবার রাতে ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটি প্রকাশ পায় এমন একদিনে, যেদিন দেশজুড়ে ‘নো কিংস’ গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শহর ও নগরে হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড — ‘আমি কোনো রাজার আনুগত্যের শপথ করি না’ এবং তারা ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে স্লোগান দেন।
ভিডিওটিতে কেনি লগিনসের জনপ্রিয় গান ‘ডেনজার জোন’ ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে, আর তাতে দেখা যায় ট্রাম্পের জেটটি শহরে প্রতিবাদকারীদের মাথায় বাদামী তরল ঢালছে।
শনিবার রাতে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও একটি এআই-নির্মিত ছবি পোস্ট করা হয়, যেখানে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে রাজকীয় মুকুট পরিহিত অবস্থায় দেখা যায়। পোস্টে লেখা হয়, ‘সকলকে শুভ রাত্রি।’ এর পর একটি মুকুটের ইমোজি দেওয়া হয়।
ট্রাম্প নিয়মিতভাবে এআই-নির্মিত ও বিকৃত ছবি বা মিম পোস্ট করে থাকেন। গত মাসে তিনি এক ভিডিও শেয়ার করেন, যেখানে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসকে মিথ্যা গোঁফ ও সেমব্রেরো (মেক্সিকান টুপি) পরানো অবস্থায় দেখানো হয় এবং তাতে মারিয়াচি সংগীত বাজানো হয়। আফ্রিকান-আমেরিকান এই রাজনীতিক জেফরিস বলেন, ভিডিওটি ‘বর্ণবাদী ও ঘৃণাপূর্ণ’।
‘নো কিংস’ আন্দোলনটি গত জুনের বিশাল প্রতিবাদের ধারাবাহিকতা, যেখানে আনুমানিক ৫০ লাখ মানুষ প্রায় দুই হাজার স্থানে অংশ নিয়েছিলেন। এবারও বিক্ষোভ আয়োজন করেছে প্রগতিশীল জোট ইন্ডিভিজিবল, মুভঅন, এবং স্থানীয় সংগঠন ৫০৫০১। রিপাবলিকান নেতারা এই বিক্ষোভের সমালোচনা করে বলেন, এটি সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করছে এবং একে ‘হেইট আমেরিকা র্যালি’ (আমেরিকা-বিরোধী সমাবেশ) আখ্যা দেন তারা।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন ইমেইলে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘কে পরোয়া করে?’
রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওরা আমাকে রাজা বলছে। আমি রাজা নই।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.