12/15/2025 যুদ্ধবিরতির পর গাজায় দৈনিক ঢুকছে ৫৬০ টন খাদ্য, তবে চাহিদার তুলনায় অপ্রতুল
মুনা নিউজ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫ ২১:৪৯
হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় দৈনিক গড়ে প্রায় ৫৬০ টন খাদ্য সরবরাহ করা হচ্ছে। তবে দুর্ভিক্ষকবলিত এই অঞ্চলের বিশাল চাহিদার তুলনায় এই খাদ্য অপ্রতুল বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শুক্রবার (১৭ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার বলেন, গাজার কিছু অংশে যেহেতু দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে, তাই সংকট কমাতে এখন থেকে প্রতি সপ্তাহে হাজার হাজার ত্রাণবহর প্রবেশ করতে হবে।
জেনেভায় বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র আবির এতেফা বলেন, যুদ্ধবিরতি খাদ্য সহায়তা বৃদ্ধির একটি সংকীর্ণ জানালা খুলে দিয়েছে এবং তারা খুব দ্রুত এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। তবে তিনি স্বীকার করেন, বিশেষ করে গাজা শহর এবং উত্তর গাজায় প্রবেশাধিকার অত্যন্ত চ্যালেঞ্জিং।
এতেফা আরও জানান, গাজায় বর্তমানে নয়টি বেকারি চালু রয়েছে, যেখানে প্রতিদিন ১ লাখেরও বেশি রুটি (প্রতিটির ওজন দুই কেজি) বানানো হয়। এই বেকারিগুলো গাজার ২০ লাখেরও বেশি লোকের মধ্যে একটি পাঁচজনের পরিবারের প্রতিদিনের খাবারের জোগান দিচ্ছে।
এর আগে ডব্লিউএফপি ঘোষণা করেছিল যে, গাজার সকল মানুষকে তিন মাস খাওয়ানোর জন্য তাদের কাছে যথেষ্ট খাবার মজুত আছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.