10/18/2025 নতুন বাংলাদেশের জন্ম হলো আজ: ড. ইউনূস
মুনা নিউজ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫ ১৯:৪২
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর শেষে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নবজন্ম হলো আজ। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমরা একমত হয়েছি। যাতে আমরা সঠিক রাস্তায় যেতে পারি সে জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে আমরা এটা থেকে বিচ্যুত না হই।’
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই প্রস্তুতি হিসেবে এই জুলাই সনদকে দেখছেন তিনি।
ড. ইউনূস বিশেষভাবে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে। এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, এই তরুণরাই আবার বাংলাদেশকে গড়বে, তারাই নেতৃত্ব দেবে। তারা আমাদের পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ।’
দেশের জনমিতি তুলে ধরে তিনি তরুণদের সম্ভাবনাকে জাতীয় সম্পদ হিসেবে চিহ্নিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এখানে ১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেক হলো ২৭ বছরের নিচে। এটাই আমাদের সম্পদ। সারা দুনিয়া আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, কখন আমরা এই তরুণদের পাঠিয়ে তাদের সাহায্য করব। কারণ, সারা দুনিয়ায় তরুণদের অভাব।’
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ঐকমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্যদিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও স্বাক্ষর করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.