10/17/2025 কারকাসে অভ্যুত্থানের চেষ্টা করছেন ট্রাম্প, মাদুরোর অভিযোগ
মুনা নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫ ১৫:২৩
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মাদক চোরাচালান মোকাবিলার অজুহাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইকে) গোপন অভিযানের অনুমোদন দিয়ে কারকাসে অভ্যুত্থানের চেষ্টা করছেন।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প বুধবার জানান, তিনি ভেনেজুয়েলায় সিআইএ-কে গোপনে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন।
ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথা বিবেচনা করছেন। এটি একটি ‘নাটকীয় পদক্ষেপ’, যা ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌকাকে লক্ষ্যবস্তু করে চালানো সিরিজ হামলার বাইরে হবে।
ট্রাম্পের মন্তব্যের পর মাদুরো এটিকে ‘সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থান’ বলে নিন্দা করেন।
বামপন্থি এই নেতা এক ভাষণে বলেন, ‘ক্যারিবিয়ানে যুদ্ধকে না বলুন... শাসন পরিবর্তনকে না বলুন... সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থানকে না বলুন।’
বিশেষজ্ঞরা বারবার প্রেসিডেন্টের কিছু দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলানদের পক্ষ থেকে যে হুমকির কথা বলা হচ্ছে।
চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বলেছিল, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলদের সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’র মধ্যে রয়েছে এবং এই সামরিক পদক্ষেপকে মাদক প্রবাহ বন্ধ করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ন্যায্যতা দিয়েছে।
এই পদক্ষেপ কংগ্রেসের উভয় প্রধান রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে যে, ট্রাম্প কার্যকরভাবে কংগ্রেসের অনুমোদন না নিয়েই এ যুদ্ধ চালাচ্ছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.