10/14/2025 ক্ষুধা ও যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানালেন ড. ইউনুস
মুনা নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫ ২০:২২
বিশ্বজুড়ে ক্ষুধা ও যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস। সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
ইউনুস বলেন, “আমরা যেখানে ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করতে পারি না, সেখানে বিশ্ব অস্ত্রের পেছনে ব্যয় করছে ২.৭ ট্রিলিয়ন ডলার। এটাই কি আমাদের অগ্রগতির সংজ্ঞা?”
তিনি ক্ষুধা ও সংঘাতের চক্র ভাঙার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ বন্ধ করতে হবে, সংলাপ শুরু করতে হবে এবং সংঘাতপূর্ণ অঞ্চলেও খাদ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
প্রফেসর ইউনুস ছয়টি প্রস্তাব তুলে ধরেন—
তিনি বলেন, “ক্ষুধা সৃষ্টি হয় অভাব থেকে নয়, অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা থেকে। আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি, কিন্তু তা সবার কাছে পৌঁছায় না—এটাই নৈতিক ব্যর্থতা।”
ইউনুস “থ্রি-জিরো ওয়ার্ল্ড” গড়ার আহ্বান জানান—
শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ।
তিনি বলেন, “লাভ নয়, সমস্যার সমাধানই হতে হবে ব্যবসার লক্ষ্য—সামাজিক ব্যবসাই ভবিষ্যতের পথ।”
বাংলাদেশের তরুণদের সাহস ও নেতৃত্বের প্রশংসা করে ইউনুস বলেন, “তরুণরা এখন চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে। তাদের হাতে প্রযুক্তি আছে, কেবল সুযোগ ও সহায়তাই দরকার।”
ওয়ার্ল্ড ফুড ফোরাম ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের মূল প্রতিপাদ্য ‘Hand in Hand for Better Food and a Better Future’, যেখানে যুবশক্তি, বিজ্ঞান ও বিনিয়োগের সমন্বয়ে বৈশ্বিক খাদ্যব্যবস্থা রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.